দ্য ওয়াল ব্যুরো: 'বিগ বস ১৯'-এ ফের সঞ্চালকের ভূমিকায় সলমন খান। তবে এবার শুধুমাত্র টিভি নয়, মূলত ডিজিটাল প্ল্যাটফর্মেই প্রথম সম্প্রচারের পরিকল্পনা। সূত্রের খবর, ১৫ সপ্তাহের জন্য এই জনপ্রিয় অভিনেতা নিচ্ছেন প্রায় ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক।
আগস্টের ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে 'বিগ বস ১৯'। শোয়ের প্রথম তিন মাস হোস্ট করবেন সলমন খান, এরপর বাকি দু’মাসের জন্য অতিথি হোস্ট হিসেবে থাকতে পারেন ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর। শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহান্তে সলমন পারিশ্রমিক পাচ্ছেন ৮-১০ কোটি টাকা।
#REL