দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যোগসাজশের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। জাল নোট ছাপানো চক্র এবং আল-কায়দার উগ্র মতাদর্শ প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
ধৃতদের নাম মহম্মদ ফয়েক, মহম্মদ ফারদিন, সিফুল্লাহ কুরেশি ও জিশান আলি। তাদের মধ্যে একজনকে অন্য রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গুজরাত এটিএস।
#REL