শুভদীপ বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকে তাঁর সমসাময়িক যুগের কবিরা চিরকালই কম আলো পেয়েছেন। রাতের আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকাতে গিয়ে বাকিদের দিকে প্রদীপ ধরার লোক পাওয়া যায় না। অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়, তিন স্রষ্টা গীতিকার ও সুরকার রূপে বাংলা গানকে যে ভাবে সমৃদ্ধ করেছেন, সে তুলনায় প্রাপ্য মর্যাদা তাঁরা কিন্তু পাননি।