দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এ ব্যাপারে আক্রান্তদের ক্ষতিপূরণের বিষয়ে রাজ্যকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন। একই সঙ্গে আদালত এও মনে করিয়ে দিয়েছে, নির্দেশ দ্রুত পালন না করা হলে আদালত অবমাননার মামলা রুজু করা হবে।
ক্ষুব্ধ বিচারপতিকে বলতে শোনা যায়, "ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের আগেই ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা যদি দ্রুত পালন না করা হয় তাহলে বাধ্য হয়ে আদালত অবমাননার বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।"