দ্য ওয়াল ব্যুরো: ফের ‘খেলা’র ডাক মুখ্যমন্ত্রীর। একসময় যা ছিল নির্বাচনী স্লোগান, এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের একবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে সরাসরি নিশানা বিজেপিকে।
টুইটে তৃণমূলনেত্রীর মন্তব্য, বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দু’টি শব্দই যথেষ্ট। খেলা হবে। জোরে বলুন, দেখুন ওরা কীভাবে অস্বস্তিতে পড়ে'।
#REL