দ্য ওয়াল ব্যুরো: ইমারজেন্সি কোটায় রেল টিকিট বুক করতে হলে আর শেষ মুহূর্তের অপেক্ষা নয়। নতুন নিয়মে রীতিমতো কড়াকড়ি আনল ভারতীয় রেল। এখন থেকে এই কোটায় টিকিট পেতে হলে আগের দিনই অনুরোধ জানাতে হবে। উদ্দেশ্য একটাই, যাতে সময়মতো রিজার্ভেশন চার্ট তৈরি করা যায় এবং যাত্রীদের হয়রানি কমানো যায়।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা মেডিক্যাল ইমারজেন্সি, রেল কর্মী বা ভিআইপি যাত্রী, তাঁদের জন্য সংরক্ষিত ইমারজেন্সি কোটার অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ। কারণ শেষ মুহূর্তে ভিড় জমলে চার্ট তৈরিতে দেরি হয়, যার প্রভাব পড়ে ওয়েটিং টিকিটের কনফার্মেশনে।
#REL