দ্য ওয়াল ব্যুরো: যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদ প্রমাণ করলেন বিহারের প্রত্যন্ত গ্রামের এক যুবতী। সংসার সামলে, স্বামী-সন্তানের দেখভাল করে ফাঁকা সময়টুকুতে পড়াশোনা করতেন। মনের জোর আর জেদকে সঙ্গী করে বসেছিলেন ইউজিসি নেটে। প্রথমবারেই সফল হলেন তিনি। ২৪ বছরের নীতু এখন বহু মানুষের অনুপ্রেরণা।
মধেপুরার প্রত্যন্ত গ্রাম রামনগর মহেশ। সেখানকার এক সাধারণ গৃহবধূ, নীতু কুমারী। গৃহস্থালির কাজ, ছোট সন্তানের দেখভাল করে দিয়েছিলেন স্নাতকোত্তরের পরীক্ষা। সেই সময়ই ঠিক করেছিলেন নেট দেবেন। যেমন ভাবা তেমন কাজ। চলতি বছর জুনে নেট দেন তিনি। প্রথমবারেই সাফল্য আসে।
#REL