দ্য ওয়াল ব্যুরো: শুটিং থেকে খানিক ছুটি নিয়েছেন বিজয় বর্মা। গন্তব্য—সবুজে মোড়া শ্রীলঙ্কা। তবে এই ছুটির সফর যে এমন চমক নিয়ে আসবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি অভিনেতা। নৈশভোজে তাঁর পাশে এসে দাঁড়াল এক বন্য হাতি!
ইনস্টাগ্রামে ছুটির কয়েকটি ঝলক ভাগ করে নিয়েছেন বিজয়। দেখা যাচ্ছে, গাঢ় সবুজের মাঝে মোমবাতির আলোয় সাজানো একটি ডিনার টেবিল। সেখানে বিজয়ের পাশেই দাঁড়িয়ে এক শান্ত, বিশাল আকৃতির হাতি। ক্যামেরাবন্দি হয়েছে সেই অনন্য মুহূর্ত।
#REL