দ্য ওয়াল ব্যুরো: খেলনা পিস্তল হাতে রাজধানীর সোনার দোকানে ঢুকে ডাকাতি করল সীমান্তরক্ষী বাহিনীর (BSF) এক জওয়ান! অবাক করা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির শাহদারা জেলায়।
ঘটনাটি ঘটেছে ১৯ জুন, ছোটা বাজার, ফর্শবাজারে। এক PCR কলে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি একটি সোনার দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে দোকানদারকে ভয় দেখিয়ে লুট করেছে চারটি সোনার ব্রেসলেট। তারপর হেঁটেই চম্পট দেয় সে।
#REL
পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পালানোর রুট চিহ্নিত করে তদন্তকারীরা। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—এই ডাকাত আসলে BSF-এর কর্মরত কনস্টেবল!