দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি বালাজি মন্দিরের (Tirupati Mandir) প্রসাদে ভেজাল ঘি মেশানোর অভিযোগে নড়েচড়ে বসেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম্স (TTV)। তদন্তে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য— ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে মন্দিরে বিতরণ হওয়া প্রায় ৪৮.৭৬ কোটি লাড্ডুর মধ্যে অন্তত ২০ কোটি লাড্ডুই (Spurious Ghee) তৈরি হয়েছিল ভেজাল ঘি দিয়ে।
এই তথ্য জানিয়েছেন টিটিডি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান বি আর নাইডু। তিনি বলেন, মন্দিরে দৈনিক দর্শনার্থীর সংখ্যা, ঘি সংগ্রহের হিসেব, লাড্ডু উৎপাদন ও বিক্রির পরিমাণ— সব মিলিয়ে প্রাথমিক হিসেবেই দেখা যাচ্ছে বিপুল পরিমাণ ভেজাল ঘি ব্যবহৃত হয়েছে।