দ্য ওয়াল ব্যুরো: নতুন দুটি দেশের মধ্যে সংঘর্ষ শুরু হল। তাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বৃহস্পতিবার সকালে তুমুল গোলাগুলি চলে। সংঘর্ষে তাইল্যান্ডের আটজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। বহু মানুষ আহত। তাইল্যান্ড কর্তৃপক্ষ অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনা একতরফা হামলা চালিয়েছে। কম্বোডিয়া সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বিবাদ বহুদিনের। তবে সাধারণ মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা এই প্রথম।
#REL