দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত পাঁচটি ভারতীয় অসরকারি বিমান সংস্থা মিলে মোট ১৮৩টি প্রযুক্তিগত ত্রুটি ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর কাছে রিপোর্ট করেছে, সংসদে জানাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
এই সময়ের মধ্যে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে সর্বাধিক ৮৫টি ত্রুটি রিপোর্ট করেছে। ইন্ডিগো রিপোর্ট করেছে ৬২টি, আকাসা এয়ার ২৮টি এবং স্পাইসজেট ৮টি ত্রুটির কথা ডিজিসিএ-কে জানিয়েছে।