দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের কর্নওয়ালের বাসিন্দা ও ভাসকুলার সার্জন (Surgeon) নীল হপার নিজের দু'-পা কেটে (Cut Off Legs) ফেলে ৫ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৪ কোটি টাকা) বিমা দাবি (Insurance Claim) করার চেষ্টায় অভিযুক্ত হয়েছেন।
৪৯ বছর বয়সি হপার দাবি করেন, তিনি সেপসিসে আক্রান্ত হয়ে দুই পা হারিয়েছেন। আদালতের নথি অনুযায়ী, অ্যারিভা গ্রুপ থেকে ২,৩৫,৬২২ পাউন্ড এবং ওল্ড মিউচুয়াল থেকে ২,৩১,০৩১ পাউন্ড বিমা বাবদ দাবি করেন তিনি।