দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে আরজে মাহভাশের ‘বন্ধুত্ব’ ঘিরে গুঞ্জন বহুদিনের। যদিও দু’জনেই নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই দাবি করে এসেছেন বরাবর। তবে সম্প্রতি লন্ডনে চাহালের জন্মদিন উদযাপনের একটি ভিডিও ফের নতুন করে উস্কে দিয়েছে প্রেমের গুজব।
২৩ জুলাই লন্ডনের এক রেস্তরাঁয় নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করেন যুজবেন্দ্র চাহাল। সেই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় চাহাল আবেগতাড়িত হয়ে মাহভাশকে জড়িয়ে ধরছেন। পার্টিতে উপস্থিত ছিলেন চাহালের সতীর্থ শিখর ধাওয়ানও।
#REL