দ্য ওয়াল ব্যুরো: সিনেমা হল ভরে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থিয়েটারের ভিডিও, আর বক্স অফিসে ১৫০ কোটির দৌড়—‘সাইয়ারা’ যেন ঝড় তুলেছে বলিউডে। আর সেই ঝড়েই রাতারাতি স্টার হয়ে উঠেছেন দুই নতুন মুখ অনীত পাড্ডা আর আহান পাণ্ডে। সিনেমার সাফল্যের পর থেকেই মুম্বইয়ের রাস্তায় ক্যামেরার ফ্ল্যাশ, পাপারাজ্জিদের ভিড়ে এখন তাঁদের একের পর এক স্পটিং।
সম্প্রতি অনীত পাড্ডা গিয়েছিলেন শহরের এক সেলুনে। মুখে মাস্ক পরে বেরোতেই দেখেন ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন একঝাঁক ফটোগ্রাফার। বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের মাঝখান দিয়ে তাঁকে সাবধানে বের করে আনা হয়।
#REL