দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে নারী ও শিশু কল্যাণ দফতর রাজ্যের শিশুদের কল্যাণে নানা প্রকল্প পরিচালনা করে থাকে। তার মধ্যে আছে শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার দেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আনন্দ-বিনোদনের ব্যবস্থা করা ইত্যাদি।
এই সব কাজেই দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF)। রাষ্ট্রসংঘের এই সংস্থা রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে। বিক্ষিপ্তভাবে সমাজকল্যাণমূলক কাজ করে থাকে বিভিন্ন শিল্প-বাণিজ্য সংস্থাও।