দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Writabrata Banerjee) বৃহস্পতিবার কেন্দ্র সরকারের কাছে দাবি জানালেন, পাঞ্জাবের অমৃতসরের ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগে (Jallianwala Bagh) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) একটি মূর্তি স্থাপন করতে হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইটহুড উপাধি গ্রহণ করেছিলেন। কিন্তু ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি প্রত্যাখ্যান করেন। এই ঐতিহাসিক প্রতিবাদকে স্মরণ করে নোবেলজয়ী কবির মূর্তি স্থাপন করা উচিত বলে মনে করেন তৃণমূল সাংসদ।