দ্য ওয়াল ব্যুরো: ফের বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মধ্য কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত পার্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, বিবেকানন্দ রোড–সহ কাঁকুড়গাছির বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়।
বৃষ্টির দাপটে রাতেও অনেককেই বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয়। শহরের রাস্তাগুলিতে জল জমে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল।