দ্য ওয়াল ব্যুরো: বাড়ির এসি-তে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তা সারাতে গিয়েই সর্বস্বান্ত হতে হল। একটি সাধারণ সার্ভিসিং বুকিং, আর তার জেরেই এক মুহূর্তে খালি হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঘটনাটি বিরাটির, যেখানে এক সিভিল ইঞ্জিনিয়ার শিকার হয়েছেন ভয়ঙ্কর সাইবার প্রতারণার।
ভুক্তভোগী ব্যক্তির নাম অভিষেক দাস। গরমে নাজেহাল হয়ে বাড়ির এসি সারানোর প্রয়োজন ছিল তাঁর। তাই তিনি ইন্টারনেটে খুঁজছিলেন কাছাকাছি কোনও এসি সার্ভিসিং সংস্থার নম্বর। সেখান থেকেই ডায়াল করেন এক নম্বরে - যেখানে দাবি করা হয়, তাঁরা এসি সার্ভিসিং করেন। খুব দ্রুত একজন টেকনিশিয়ান পাঠানো হবে বলেও জানানো হয়।
#REL