দ্য ওয়াল ব্যুরো: কেরলের কান্নুর সেন্ট্রাল জেল থেকে পালাল একচল্লিশ বছরের গবিন্দাচামি - ২০১১ সালের শোরনুর-প্যাসেঞ্জার ট্রেন ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে আজীবন সাজা কাটছিল সে। শুক্রবার সকালে তার পালানোর পরই গোটা রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। চলছে ব্যাপক তল্লাশি।
পুলিশের তরফে জানানো হয়েছে, “জেল থেকে কীভাবে পালাল সে বিষয়ে এখনও সমস্ত তথ্য পরিষ্কার নয়। তবে চরম সতর্কতা জারি করে তল্লাশি চলছে।”
এক হাতে জেলের দেওয়াল টপকে পালাল!
#REL