দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলের হেডস্যারের খোঁজে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সেই তালিকায় হঠাৎ চমক। প্রার্থীদের মধ্যে ছিলেন খোদ বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ (Xavi Hernandez)!
‘ছিলেন’। তার কারণ, বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারের আবেদন ইতিমধ্যেই নাকচ করেছে ফেডারেশন। আড়ালে টাকার গল্প। জাভির প্রত্যাশামাফিক বেতনের খরচ জোগানো সংস্থার পক্ষে অসম্ভব। তাই আর্জি আসামাত্র বাতিল।