দ্য ওয়াল ব্যুরো: আড় ভাঙছে। তবু এখনও ফুটবল কিংবা টেনিসের মতো ‘গ্লোবাল’ হয়ে উঠতে পারেনি ক্রিকেট। খেলা হিসেবে এর প্রসিদ্ধি এখনও হাতেগোনা দেশেই আটকে। যার অন্যতম ভারত।
যদিও এদেশ থেকেই একঝাঁক তারকা বিভিন্ন প্রজন্মে উঠে এসেছেন, যাঁদের ‘গ্লোবাল আইকনে’র বন্ধনীভুক্ত করা যেতে পারে। একদা শচিন তেন্ডুলকর। তারপর ধাপে ধাপে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি পেরিয়ে হালফিলে ঋষভ পন্থ, শুভমান গিল। ক্রিকেট নিয়ে অনুৎসাহী ইউরোপও যাঁদের নাম জানে, খোঁজ রাখে।