দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এখনও শেষ হয়নি, দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর জোর দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান (Anil Chouhan)। শুক্রবার দিল্লির সুব্রত পার্কে এক প্রতিরক্ষা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সারা বছর, দিনে-রাতে ২৪ ঘণ্টা বাহিনীর সতর্কতা অত্যন্ত উচ্চস্তরে থাকা উচিত।
সেমিনারের থিম ছিল ‘বায়ু মহাকাশ শক্তি: ভারতের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ বিস্তার’। অনুষ্ঠানের আয়োজক ছিল ‘নং ৪ ওয়ারফেয়ার অ্যান্ড অ্যারোস্পেস স্ট্র্যাটেজি প্রোগ্রাম’।