দ্য ওয়াল ব্যুরো: নিজেকে নির্দোষ প্রমাণে এজজন সাজাপ্রাপ্ত আসামি একের পর এক উচ্চ আদালতে আপিল করতে পারেন। এই জাতীয় মামলায় সাজাপ্রাপ্তকে নির্দোষ ঘোষণার আগে তার দ্বারা সংঘঠিত অপরাধে ক্ষতিগ্রস্তদের বক্তব্যও শুনতে হবে। এই ব্যাপারে তাদের আইনত উত্তরাধিকারীরাও আপিল করার সুযোগ পাবেন।
সুপ্রিম কোর্ট এক রায়ে দেশের ফৌজদারি দণ্ডবিধির এই মর্মে পরিবর্তন আনার কথা বলেছে। বর্তমানে এই জাতীয় মামলায় শুধু মামলাকারী এবং সরকারের আপত্তি করার সুযোগ রয়েছে। শীর্ষ আদালত মনে করে শুধু মামলাকারীই নন, অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্ত হযেছেন এমন যে কেউ সাজাপ্রাপ্ত আসামির আগাম মুক্তির বিরোধিতা করতে পারেন।