দ্য ওয়াল ব্যুরো: আবারও মেঘে ঢেকে গেল রাজ্যের আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির দাপট দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই সপ্তাহান্তে বাড়তে চলেছে বৃষ্টিপাতের মাত্রা। কলকাতাসহ আশপাশের জেলাগুলিতে হতে পারে দফায় দফায় ঝড়বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত।