দ্য ওয়াল ব্যুরো: ফের রক্তাক্ত সীমান্ত। জম্মু-কাশ্মীরের পুঞ্চে লাইন অফ কন্ট্রোল (LoC) লাগোয়া কৃষ্ণঘাটি সেক্টরে ল্যান্ড মাইন বিস্ফোরণে শহিদ হলেন এক জওয়ান। জখম হয়েছেন আরও দুই সেনা। তাঁদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (JCO)।
সেনা সূত্রে খবর, ৭ জ্যাট রেজিমেন্টের একটি টহলদারি দল কৃষ্ণঘাটি ব্রিগেড এলাকায় ‘এরিয়া ডমিনেশন প্যাট্রোল’-এ ছিল। সেই সময় হঠাৎ একটি ল্যান্ড মাইন বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ললিত কুমারের। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের সঙ্গে সঙ্গেই সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
#REL