দ্য ওয়াল ব্যুরো: ‘আমি শুধু খেলতে চেয়েছিলাম। দলভুক্ত হতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে নেয়নি। কারণ আমি নাকি ছেলে নই।’ কথাগুলো করণ জোহরের। সেই চিরচেনা গ্ল্যামার জগতের সফল নির্মাতা, যার ছবি একের পর এক জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। অথচ সেই মানুষটিই আজ মুখ খুললেন নিজের একাকীত্ব, বঞ্চনা আর প্রশ্নবিদ্ধ শৈশব নিয়ে।
‘ধড়ক ২’-এর মুক্তির আগে জয় শেঠির সঙ্গে একান্ত কথোপকথনে করণ জানালেন, ছোট থেকেই তিনি বুঝেছিলেন, তিনি আলাদা। আশির দশকে বেড়ে ওঠা এক শিশুর পক্ষে সেই ‘আলাদা’ অনুভবটা কেমন ছিল, সেটা ভাষায় ধরাই কঠিন।
#REL