দ্য ওয়াল ব্যুরো: ৩০ হাজার কোটির সোনা গ্রুপের মালিকানা ঘিরে প্রবল পারিবারিক টানাপড়েন। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মা রানি কাপুর এবং তাঁর পরিবার এই মুহূর্তে মুখোমুখি, আর তার ছায়া পড়েছে সংস্থার ফ্ল্যাগশিপ কোম্পানি সোনা বিএলডব্লিউ প্রেসিশন ফরজিংস লিমিটেড-এর উপরেও। শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভা (AGM) ঘিরে নাটক চরমে পৌঁছয়।
রানি কাপুর দাবি করেন, তিনি সোনা গ্রুপের প্রধান শেয়ারহোল্ডার এবং AGM পিছিয়ে দেওয়া হোক। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সংস্থার তরফে স্টক এক্সচেঞ্জে জমা পড়া বিবৃতিতে জানানো হয়, রানি কাপুর ২০১৯ সাল থেকেই এই কোম্পানির কোনও শেয়ারহোল্ডার নন।
#REL