দ্য ওয়াল ব্যুরো: কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জন্য সুখবর (Migrant Workers)। কাজের জায়গায় প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া কিংবা নিগ্রহের অভিযোগে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ (West Bengal Police )। চালু করা হল একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক হেল্পলাইন (Whatsapp Helpline)।
রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন হেল্পলাইন নম্বর: 9147727666, তবে এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে, কোন ফোন কল করা যাবে না।
#REL