দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে সেক্টর ৫, ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) চালানোর দায়িত্ব কি এবার বেসরকারি সংস্থার (Private Hands) হাতে যাচ্ছে? এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে মেট্রো রেল সূত্রে (Kolkata Metro)। ইতিমধ্যেই এই প্রকল্পে অংশগ্রহণের জন্য 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট' বা আগ্রহপত্র আহ্বান করেছে মেট্রো কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই খুলবে সেই আগ্রহপত্র। সূত্রের খবর, মেট্রোর অভ্যন্তরীণ একাধিক বৈঠকে ইতিমধ্যেই উঠে এসেছে এই বেসরকারিকরণের প্রসঙ্গ। সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কোনও বেসরকারি সংস্থাকে এই রুটে যুক্ত করার ভাবনাও রয়েছে বলেই ইঙ্গিত মিলছে।