দ্য ওয়াল ব্যুরো: দু’বছর আগেও যাঁর মুখে শোনা গিয়েছিল ‘ইন্ডিয়া আউট’ স্লোগান, এখন তাঁরই পাশে দাঁড়িয়ে মালের নতুন প্রতিরক্ষা দফতরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। মঞ্চে ছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohammed Muizzoo)। শুক্রবার এই ঐতিহাসিক মুহূর্তে গোটা বিশ্ব দেখল, ভারত-মলদ্বীপ সম্পর্কে ফের জোরাল বার্তা দিল দুই দেশ (India-Maldives Ties )।
মলে দাঁড়িয়ে মোদী বললেন, “মলদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভারত সব রকম সাহায্য করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে।”
#REL