দ্য ওয়াল ব্যুরো: দিনহাটার উত্তম কুমার বজ্রবাসীর পর এবার মাথাভাঙার (Mathabhanga) বাসিন্দা ৭০ বছর বয়সি নিশিকান্ত দাসের (Nishikanta Das) হাতে পৌঁছল এনআরসি-র নোটিস (NRC Notice)। আর তাতেই প্রবল উদ্বেগে দিন কাটছে এই প্রবীণ নাগরিকের।
নিশিকান্তবাবু জানান, প্রায় ৩০ বছর আগে জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ। কিন্তু সঙ্গে থাকা পরিচয়পত্র ও নথি দেখানোর পরে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, “ছ’মাস গুয়াহাটিতে কাজ করার পরে ফিরে আসি মাথাভাঙায়।”