দ্য ওয়াল ব্যুরো: ফের দুষ্কৃতীদের টার্গেটে ব্যারাকপুরের নামজাদা বিরিয়ানি ব্যবসায়ী বাপি দাস। কয়েকদিন আগে তাঁর কাছে আসে হুমকি ফোন। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গতকালই আদালতে তোলা হয়।
জুন মাসে ২০ লক্ষ টাকার তোলা চেয়ে ওই ব্যবসায়ীর ছেলে অনির্বাণ দাসের কাছে হুমকি ফোন এসেছিল। অভিযোগ, হুমকি ফোনে বলা হয়েছিল, তোলা না-দিলে ওই ব্যবসায়ীর পরিণতি হবে বেলঘরিয়ার ব্যবসায়ীর মতোই। অর্থাৎ বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের মতো তাঁর বিরিয়ানির দোকানেও ফের গুলি চলবে। ভয়ে নিজেকে গৃহবন্দি রেখেছিলেন ব্যবসায়ী। সেসময় পুলিশ তদন্তে নামলেও কাউকে প্রাথমিকভাবে গ্রেফতার করতে পারেনি।