দ্য ওয়াল ব্যুরো: আবারও বাংলায় ট্রেন দুর্ঘটনা (Rain Accident)। তবে স্বস্তির খবর, এবার হতাহতের কোনও খবর নেই। কেউ আহতও হননি। তবে বগি লাইনচ্যুত (Derailed) হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানা গেছে।
শনিবার দুপুরে ডানকুনি-শিয়ালদহ শাখার (Dankuni-Sealdah Line) রামচন্দ্রপুর এলাকায় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলটি ডানকুনি ও বালি স্টেশনের সংযোগস্থলে। এই রুটটি যাত্রীবাহী ট্রেনের জন্য নয়, শুধুমাত্র মালগাড়ির চলাচলের জন্য নির্ধারিত একটি স্পেশ্যাল লাইন।
#REL