দ্য ওয়াল ব্যুরো: দিলজিৎ দোসাঞ্জ শেষ করলেন তাঁর আগামী ছবি ‘বর্ডার ২’-এর শ্যুটিং। শ্যুট শেষের আনন্দ ভাগ করে নিতে সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও আহান শেট্টির সঙ্গে সেটেই লাড্ডু বিলিয়ে দিলেন অভিনেতা। সেই মুহূর্তের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন দিলজিৎ।
ভিডিওয় দেখা যায়, এক হাতে লাড্ডুর বাক্স। বরুণ ধাওয়ানকে আদর করে লাড্ডু খাইয়ে দেন দিলজিৎ। পরে তাঁকে জড়িয়ে ধরেন। একইরকম দৃশ্য দেখা যায় আহান শেট্টির সঙ্গেও। শুধু সহ-অভিনেতারাই নয়, সেটে উপস্থিত শিশুদের মাঝেও মিষ্টি বিলিয়ে দেন দিলজিৎ। শিশুরা নাচে-গানে মেতে ওঠে সেই আনন্দে।
#REL