দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় কি সিঙ্কহোল (Sinkhole) হতে পারে? এই শহরে কি সিঙ্কহোল অতীতে হয়েছে?
তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের (Bangkok, the capital city of Thailand) রাস্তায় বুধবার ভয়াবহ সিঙ্কহোল তৈরির পর ঢাকা, কলকাতা-সহ উপমহাদেশের অনেক শহরেই এই বিপদ দেখা দেওয়ার সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে ভূ-বিজ্ঞানী এবং নগর পরিকল্পকারীদের মধ্যে।