দ্য ওয়াল ব্যুরো: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে টানা তিন কিলোমিটারজুড়ে তাণ্ডব চালাল একটি কনটেনার ট্রাক। ভয়াবহ ঘটনায় আহত বহু, মৃত্যু হয়েছে একজনের।
খোপোলি টোল প্লাজার কাছে রবিবার ভোরে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই কনটেনার ট্রাকটি এসে পর পর গাড়িতে ধাক্কা মারতে থাকে। কোনও গাড়ি এদিকে ছিটকে পড়ছে তো কোনওটা অন্যদিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানাচ্ছে, প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে এটি তাণ্ডব চালায়। অবশেষে একটি গাড়ির সঙ্গে ধাক্কায় গতি থামে। ভেঙে চুরমার হয়ে গেছে একাধিক গাড়ি। আহত ২১ জন।
#REL