দ্য ওয়াল ব্যুরো: বাবা ও কাকার সঙ্গে হাসপাতালে যাচ্ছিলেন পাঁচ বছরের আয়াত। মাঝপথেই দ্রুতগতিতে এসে স্কুটারে ধাক্কা মারে বিএমডব্লিউ ( BMW luxury car hit a scooter)। ছিটকে রাস্তায় পড়েন তিনজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গুরুতর আহত হয়েছেন বাকি দুজন। নয়ডার পুলিশ ইতিমধ্যেই গাড়ির চালক-সহ দু'জনকে আটক করেছে।
শনিবার গভীর রাতে নয়ডার সেক্টর-২০-তে দুর্ঘটনাটি হয়। সেক্টর ৪৫-এর সদারপুরের বাসিন্দা গুল মহম্মদের মেয়ে আয়াত (৫) অসুস্থ হয়ে পড়ায় সেক্টর-৩০-এর পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন (BMW luxury car)। সঙ্গে ছিলেন তাঁর ভাই রাজা।