দেবাশীষ গুছাইত, হাওড়া
'লক্ষ মানুষ হাল ধরেছে
নৌকা ভাসমান,
তোমার আমার সবার বাঁচার ভাষা
বলো জয় মোহনবাগান'
খেলা নয়, এ এক বিপ্লবের ইতিহাস। এক দল বঙ্গসন্তান, খালি পায়ে জয় করেছিলেন সাম্রাজ্যবাদী অহংকার। হাওড়ায় সেই বীরদের মূর্তি স্থাপনের মাধ্যমে যেন নতুন করে বাঙালি পেল তার পরিচয়। সবুজ-মেরুন আবেগে ভাসল হাওড়া। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া ‘অমর একাদশ’-এর স্মৃতিতে এবার স্থায়ী ছাপ ফেলল দুইল্যা গ্রাম পঞ্চায়েত।
#REL