এস এম মাসুম বিল্লাহ
রায় লেখার জন্য বিচারপতিকে গ্রেফতার করা যে কোনও আইনি মানদন্ডে নিন্দনীয় এবং পরিত্যাজ্য। এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি অশনি সংকেত। বিচারিক সংস্কৃতি ও সভ্যতায় এটি একটি কলঙ্কের তিলক। বাঙলা একটা লোকগান আছে এরকম: আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের দাগ!
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ মানুষ মনে করেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তিনি অপরাধ করেছেন।
আসলেই কি তাই?