দ্য ওয়াল ব্যুরো: আহান পাণ্ডে ও অনীত পাড্ডার রোম্যান্টিক ডেবিউ ফিল্ম ‘সাইয়ারা’ ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই ভারতে ছবিটির আয় ছুঁয়েছে ২১৭.২৫ কোটি, আর গোটা বিশ্বে আয় ইতিমধ্যেই ২৮২ কোটির গণ্ডি পেরিয়েছে। মহেশ ভাটের ঘরানার প্রেম ও সংবেদনশীলতাকে মাথায় রেখেই পরিচালক মোহিত সুরির এই ছবি এখন নজর কাড়ছে বিশ্বজুড়ে।
দ্বিতীয় শনিবার, অর্থাৎ মুক্তির নবম দিনে ‘সাইয়ারা’-র আয় হয় আনুমানিক ২৬.৫ কোটি, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। আশ্চর্যের বিষয়, এই সংখ্যাটা ছবির প্রথম শনিবারের আয়ের সমান— স্পষ্টতই বোঝা যাচ্ছে, দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি।