দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে পথকুকুরের তাণ্ডব ঘিরে জনস্বার্থ মামলার স্বাতন্ত্র্য রয়েছে বলে জানাল মেঘালয় হাইকোর্ট। তাই দেশের শীর্ষ আদালতকে সরাসরি আবেদন জানাল তারা, এই মামলাটি অন্য হাইকোর্টগুলির মতো মেঘালয় থেকে সরিয়ে নেওয়া যাবে না।
মেঘালয়ের রাস্তায় পথকুকুর সমস্যার ধরন একেবারেই আলাদা। আদালতের মতে, এখানে অনেক কুকুরই অত্যন্ত আক্রমণাত্মক ও বিপজ্জনক। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তা বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
#REL