দ্য ওয়াল ব্যুরো: ফের গুলি চলল কপিল শর্মার রেস্তরাঁ ‘ক্যাপস ক্যাফে’তে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার। বৃহস্পতিবার রাতে অন্তত ২৫ রাউন্ড গুলি চলে বলে জানা যায়। চূর্ণবিচূর্ণ হয়ে গেছে রেস্তরাঁর জানলা-দরজা। হতাহতের কোনও খবর নেই।
এই ঘটনা শুক্রবার সকালে শিরোনামে আসে। তারপরই সামনে এসেছে একটি ভয়ঙ্কর অডিও ক্লিপও। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য হ্যারি বক্সারের কণ্ঠে রেকর্ড হওয়া সেই অডিওতে দাবি করা হয়েছে, কপিল শর্মার রেস্তরাঁয় হামলার পেছনে রয়েছে একটাই কারণ, সলমন খানের উপস্থিতি।
#REL