দ্য ওয়াল ব্যুরো: ‘আই লাভ ইউ’ (I Love You) বলার মতো কথায় যদি যৌন অভিপ্রায় প্রমাণিত না হয়, তবে সেটিকে যৌন হেনস্থা বলে ধরা যাবে না, এই পর্যবেক্ষণ দিয়ে ছত্তীসগড় (Chhattisgarh High) হাইকোর্ট সম্প্রতি এক যুবককে পকসো এবং তফশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের আওতায় আনা মামলায় মুক্তি দিল।
বিচারপতি সঞ্জয় এস আগরওয়ালের একক বেঞ্চ ট্রায়াল কোর্টের রায় বহাল রেখে রাজ্য সরকারের আপিল খারিজ করে দেন। তিনি জানান, অভিযুক্তের অভিপ্রায় বা নাবালিকার বয়স— এই দু'টি গুরুত্বপূর্ণ বিষয়েই যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ।