দ্য ওয়াল ব্যুরো: আন্দামান সাগরের নীল জলে নীরবতা ভেঙে তীব্র কাঁপুনি। সোমবার রাতে আচমকাই কম্পন (Earthquake) অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman Nicobar Islands)। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূগর্ভ থেকে উৎসস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও, তীব্র কম্পনের ফলে দ্বীপবাসীর মনে ফের জেগে উঠেছে আতঙ্কের স্মৃতি। সুনামিপ্রবণ এই ভূমিকম্প-সংবেদশীল অঞ্চলে এমন কাঁপুনি কোনও নতুন ঘটনা নয়, কিন্তু প্রত্যেকবারই তা নতুন করে চাঞ্চল্য তৈরি করে।