দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক যুদ্ধে ৫ জনের প্রাণ গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যানহাটনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালালে চারজন নিহত হন। হামলাকারীকে পুলিশ হত্যা করে। তবে সে নিজেও আত্মঘাতী হয়ে থাকতে পারে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন বহু মানুষ।
হামলার ঘটনাটি ঘটে ভারতীয় সময় সোমবার গভীর রাতে, বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে। এক বন্দুকধারী ব্যক্তি একের পর এক ফ্লোরে ঢুকে গুলি করা শুরু করে। ভয়ে অফিসকর্মীরা দ্রুত পালায়। পুলিশ এলে তাদের উপরও চড়াও হয় ওই ব্যক্তি।
#REL