দ্য ওয়াল ব্যুরো: টেক ইন্ডাস্ট্রিতে কর্মী ছাঁটাইয়ের ধাক্কা চলছেই। মাইক্রোসফট (Microsoft) ও টিসিএসের (TCS) পর এবার মার্কিন সফটওয়্যার জায়ান্ট ওরাকল (Oracle) তাদের বহুল আলোচিত ক্লাউড ইউনিটে কাটছাঁট শুরু করেছে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এআই পরিকাঠামো শক্তপোক্ত করতে বিপুল বিনিয়োগের চাপ রয়েছে। তা সামলাতে এবং খরচ নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে পারফরম্যান্স-জনিত কারণেও ছাঁটাই হয়েছে।
#REL