দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) সরকারি কর্মচারীদের সমাজমাধ্যমে সক্রিয়তায় গণ্ডি কেটে দিল রাজ্যের বিজেপি (BJP) পরিচালিত জোট সরকার। সমাজমাধ্যম ব্যবহারে সরকারি কর্মচারীদের জন্য আচরণ বিধি তৈরি করেছে রাজ্য সরকার।
তাতে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা মহারাষ্ট্র রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্ত, পদক্ষেপ, নীতি ইত্যাদির কোনওরকম সমালোচনা করতে পারবেন না। তবে অন্য কোনও রাজ্য সরকারের সমালোচনা করা যাবে কিনা তা স্পষ্ট করা হয়নি নির্দেশিকায়।