দ্য ওয়াল ব্যুরো: দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে যখন, সবাই ভাবছে ফিরে আসা অসম্ভব, ঠিক তখনই কামব্যাকের মন্ত্র বাতলে দিয়েছেন তিনি। কখনও ব্যাট হাতে, কখনও দস্তানা পরে উইকেটের পেছনে দাঁড়িয়ে।
আস্কিং রেট নাগালে এসেছে, তারপর সুবিশাল ছক্কায় ম্যাচ খতম করেছেন কিংবা অনিয়মিত বোলারের হাতে বল তুলে দিয়ে ভেঙেছেন বিপক্ষ শিবিরের জমে যাওয়া ব্যাটিং পার্টনারশিপ। সবটাই ঠান্ডা মাথায়, ধীরিস্থির মেজাজে সেরেছেন তিনি… মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।