দ্য ওয়াল ব্যুরো: অফিস বিল্ডিংয়ের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Death) হলেন এক ২৩ বছরের আইটি কর্মী (IT Worker)। পুণের (Pune) হিঞ্জেওয়াড়ি আইটি পার্কের একটি বহুতল অফিসে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মৃতের নাম পীযূষ অশোক কাভাডে।
পুলিশ সূত্রে খবর, পীযূষ কাজ করতেন হিঞ্জেওয়াড়ি ফেজ ওয়ানে অবস্থিত ‘অ্যাটলাস কপকো’ অফিসে। ঘটনার দিন সকালে একটি অফিস মিটিং চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভবের কথা জানান তিনি। সেখান থেকে বেরিয়ে যান, এরপরই মিনিট খানেকের মধ্যে আচমকাই ঝাঁপ দেন বিল্ডিংয়ের সাত তলা থেকে।
#REL